acigenetics
Health Care
FTDC
diamond egg
renata-ltd.com
everestagrogenics
fishtech
Ad3
cknfeeds
avonah
শনিবার , ২২ নভেম্বর ২০২৫ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অন্যান্য
  3. ইউটিউব
  4. উদ্যোক্তা
  5. উপন্যাশ
  6. এ্যাসিভমেন্ট
  7. ঔষধ
  8. কবিতা
  9. কীটনাশক
  10. কৃষি ব্যক্তিত্ব
  11. কৃষি সংবাদ
  12. কৃষি সেক্টরের নিদের্শনা
  13. কৌতুক
  14. খাবার
  15. খামার পদ্ধতি

বাংলাদেশ টেলিভিশনের মাটি ও মানুষ অনুষ্ঠানের উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক

প্রতিবেদক
Md. Bayezid Moral
আগস্ট ১৮, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

রেজাউল করিম সিদ্দিক গণমাধ্যমের এক পরিচিত মুখ। ১৯৮৩ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে মাটি ও মানুষ অনুষ্ঠান করেন। বাংলাদেশ টেলিভিশনের ইতিহাসে আর কোন ব্যাক্তি এতো দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে উপস্থাপনা করেন নাই। বাংলাদেশ টেলিভিশনে কাজ করার সাথে সাথে তিনি বাংলাদেশ বেতার, বাংলাভিশন, দীপ্ত টিভিতে অনুষ্ঠান করেছেন। দীপ্ত কৃষি সংলাপ এখনো চলছে।

গণ মাধ্যমে কাজ করলেও তার প্রকৃত পেশা ছিলো শিক্ষকতা। ২০২০ সালে তিনি সাবার সরকারী কলেজে ব্যবস্থাপনা বিভাগে যোগদানের আগে কাজ করেছেন যায়যায়দিন পত্রিকায়। ১৯৯৬ সালে এরশাদ সরকার পত্রিকাটি নিষিদ্ধ করলে সাংবাদিকতা থেকে শিক্ষকতা পেশা বেছে নেন।

তিনি ছিলেন উদিচির সাধারন সম্পাদক, সে সময় সত্যেন সেনের অভিশপ্ত নগরী উপন্যাসের নাট্যরুপ দেন। অনেক অনুবাদ কাজের সাথেও জড়িত ছিলেন তিনি। কয়েকটি পাঠ্য বইও তিনি রচনা করেছেন।

রেজাউল করিম সিদ্দিকর জন্ম সিরাজগঞ্জ জেলায়। পড়াশুনা করেছেন ধানমন্ডি সরকারী বালক উচ্চ বিদ্যালয়, খুলনার আযমখান কমার্স কলেজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

বাবা মনোয়ার হোসেন সিদ্দিক, মা আলতাফুননেছা সিদ্দিক।

এ সময়ে তিনি কাজ করছেন নিরাপদ খাদ্য নিয়ে। নিরাপদ ভাদ্য আন্দোলনের একজন সক্রিয় কর্মী। বিসেফ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক।

একজন প্রগতিশীল, কৃষি ও কৃষকবান্ধব মানুষ হিসেবে তিনি পরিচিত।

সর্বশেষ - গবেষনা